কালিমা সমূহ

কালিমা, ঈমান

কালিমা কী?

কালিমা হলো ইসলামের মৌলিক বিশ্বাস সম্বলিত কয়েকটি আরবি পংক্তির নাম। এর মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভ পূর্ণতা পায়। ইসলামে কালমিার গুরুত্ব ও মর্যাদা অনেক । কালিমার মূল অবকাঠামো হচ্ছে বিশ্বাস। 

◾আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :

 “যে ব্যক্তি এমতাবস্থায় মারা যায় যে, সে জানে আল্লাহ ছাড়া কোন প্রকৃত উপাস্য নেই সে জান্নাতে যাবে।"

 ◾ কালিমা তাইয়্যেবা 

আরবি : لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ 

বাংলা উচ্চারণ : লা- ইলা-হা ইল্লাল্ল-হু মুহাম্মাদুর রসূ-লুল্লাহ। 

বাংলা অর্থ : এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (স.) আল্লাহর রসূল। 

কালিমা শাহাদাত

আরবি :

 اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ  وَحْدَه لَا شَرِيْكَ لَه،  وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه وَ رَسُولُه 

বাংলা উচ্চারণ : আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লাহু, ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহু। 

বাংলা অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই; তিনি এক; তাঁর কোন অংশীদার নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (স.) আল্লাহর বান্দা ও রসূল। 

কালিমা তামজীদ 

আরবি :

 سُبْحَان لِلّه وَ الْحَمْدُ لِلّهِ وَ لآ اِلهَ اِلّا اللّهُ، وَ اللّهُ اَكْبَرُ وَلا حَوْلَ وَلاَ قُوَّة ِلَّا بِاللّهِ الْعَلِىّ الْعَظِيْم 

বাংলা উচ্চারণ : সুব্হানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল্ আলিইল্ আযীম্। 

বাংলা অর্থ : মহিমা ও সকল প্রসংশা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, আল্লাহ মহান। সর্বশক্তিমান ও সর্বক্ষমতাবান আল্লাহর সাহায্য ছাড়া কিছু করা সম্ভব নয়। 

কালিমা তাওহীদ 

আরবি :

 لا الهَ اِلَّا اللّهُ  وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ،  لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْى وَ يُمِيْتُ  وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ  

বাংলা উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-শারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহ য়ি ওয়া ইয়ু মিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর। 

বাংলা অর্থ : আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই। সমস্ত সৃষ্টি জগৎ তার এবং সকল প্রশংসা তাঁরই। তিনি জীবন দান করেন আবার তিনিই মৃত্যু দেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। 

কালিমায়ে রদ্দে কুফর 

আরবি :

اَللّٰهُمَّ اِنّىْ اَعُوْذ بِكَ مِنْ انْ اُشْرِكَ بِكَ شَيئًا وَ اَنَا اَعْلَمُ بِه وَ اسْتَغْفِرُكَ لِمَا لا اَعْلَمُ بِه تُبْتُ عَنْهُ وَ تَبَرَّاْتُ مِنَ الْكُفْرِ وَ الشّرْكِ وَ الْبِدْعَةِ و الْكِذْبِ وَ الْغِيْبَةِ وَ وَ النَّمِيْمَةِ وَ الْبُهْتَانِ وَ الْفَوَاحِشِ وَ الْمَعَاصِىْ كُلِّهَا وَ اَسْلَمْتُ وَ اَقُوْلُ لآ اِلهَ اِلَّا اللّهُ مُحَمَّدُ رَّسُوْلُ اللّهِ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন উশরিকা বিকা শাইআও ওয়ানা আলামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমালা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল-কুফরি ওয়াশ-শিরকী ওয়াল-কিজবি ওয়ালা-গিবাতি ওয়াল-বিদাতি ওয়ান্না-মিমাতি ওয়াল-ফাওয়া হিমি ওয়াল-রুহতানী ওয়াল-মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ (স.)  

বাংলা অর্থ : হে আল্লাহ্! আমি তোমার নিকট আশ্রয় চাইছি যে, আমি যেন কাউকে তোমার সাথে শরিক না করি। আমি আমার জ্ঞাত ও অজ্ঞাত পাপ হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তা হতে তওবা করছি, কুফর, শিরক, বিদআত, মিথ্যা, গীবত, চুগলি , অপবাদ দেওয়া, অশ্লীলতা , অবাধ্যতা ও অন্যান্য সব পাপ হতে দূরে থাকছি। এবং আমি আত্মসমর্পণ করছি ও স্বীকার করছি যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ (স) আল্লাহর রসূল।

______________________

— সেখ সালাম আলী

Comments