আরবি ভাষায়, ইসলাম (إسلام) শব্দটি উদ্ভূত হয়েছে سلم মূলধাতু থেকে , যার অর্থ - শান্তি, নিরাপত্তা ইত্যাদি। ইসলামী পরিভাষায়, এটি আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ আত্মসমর্পণকে বোঝায়।
ইসলামের অনুসারীদের বলা হয়- মুসলিম বা মুসলমান। যার অর্থ- আল্লাহর কাছে আত্মসমর্পণকারী
◾ইসলামের মূল শিক্ষা হলো -
لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ/উপাস্য নেই এবং হযরত মুহাম্মাদ (স.) হলেন আল্লাহর রসূল।
আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। তাঁর কোন শরিক নেই। তিনি একমাত্র ইবাদতের যোগ্য। হযরত মুহাম্মাদ (স.) আল্লাহর প্রেরিত সর্বশেষ রসূল; তারপরে আর কোন নবী-রসূল আসবে না।
✍️...সেখ সালাম আলী
Comments
Post a Comment