উত্তম মুসলিম কে?

https://tinyurl.com/mudubffv

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ»  هَذَا لَفْظُ الْبُخَارِيِّ وَلِمُسْلِمٍ قَالَ: إِنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ  : أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ؟ قَالَ: مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ من لِسَانه وَيَده

অনুবাদ:—আব্দুল্লাহ ইবন আমর (রা.) বলেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, “মুসলিম সেই ব্যক্তি যার জবান (মুখের ভাষা) ও হাত (এর অনিষ্ট) থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এবং প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি, যে ঐ সব কাজ পরিত্যাগ করেছে যেসব কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন।”

এটা বুখারী শরীফের শব্দ। মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে—

আব্দুল্লাহ (রা.) বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ  (স.) কে জিজ্ঞেস করল- উত্তম মুসলিম কে? নবী কারীম (স.) বললেন, “যার জবান (মুখের ভাষা) ও হাত (এর অনিষ্ট) থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।”        (বুখারী, মুসলিম)

   অর্থাৎ প্রকৃত মুসলিম সে, যার মুখের কথার দ্বারা সকল মুসলিম নিরাপদ থাকে। সে তাদেরকে গালি দেয় না, অভিশাপ দেয় না, কারো গীবত (পরনিন্দা) করে না, তাদের মধ্যে কোনো প্রকার অপকর্ম ও ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে না। সবাই তার হাত থেকে নিরাপদ থাকে, সে তাদের ওপর সীমালঙ্ঘন করে না। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, কারো সম্পদ হরন করা — এ ধরনের কোনো কাজ সে করে না। আর প্রকৃত মুহাজির আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেয়। 


আল্লাহ আমাদের সবাইকে উত্তম মুসলিম হওয়ার তাউফীক দান করুন।   আ মীন !

Comments