বিচারের দিনে আল্লাহ কাদের দিকে তাকাবেন না ?

বিচারের দিনে আল্লাহ কাদের দিকে তাকাবেন না? sesh_bicharer_din

বিচারের দিনে আল্লাহ কিছু মানুষের উপর এত রাগ অবস্থায় থাকবেন যে তাদের দিকে ফিরেও তাকাবেন না। আর সেই মহাবিচারের দিনে আল্লাহ যাদের দিকে ফিরে তাকাবেন না, তারা তো অবশ্যই জাহান্নামী হবে।

তাদের পরিচয় নিচে তুলে ধরা হলো—

◾১. পায়ের গাঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ।    [সহীহ মুসলিম -১৯৪] 

◾২. মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়কারী।     [সহীহ মুসলিম -১৯৪] 

◾৩. পুরুষের মতো পোশাক চালচলন অনুসরণকারীনি নারী এবং নারীদের মতো বেশধারী পুরুষ।     [হাদিস সম্ভার-১৭১৩] 

◾৪. দাইয়্যুস(অর্থাৎ যাদের স্ত্রী, কন্যা, মা ও বোন পর্দা করে না)।   [হাদিস সম্ভার-১৭১৩

◾৫. মদ্পানকারী ব্যক্তি।     [হাদীস সম্ভার-১৭১৩

◾৬. অতিরিক্তি পানি থাকা সত্ত্বেও যে কাউকে পানি দান করে না। [বুখারী-১৩৬৯


আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।  আমীন !

দুয়াপ্রার্থী—সেখ সালাম আলী

Comments