ঈমান বৃদ্ধির ১০টি উপায় :

https://tinyurl.com/mudubffv

১. দ্বীনী ইলম শিক্ষা করা।

২. বুঝে বুঝে কুরআন শরীফ পাঠ করা।

৩. কুরআন-হাদীসে বর্ণিত দুয়া ও জিকির সমূহ বেশি বেশি পাঠ করা।

৪. সৃষ্টিজগত সম্পর্কে ও আল্লাহর নেয়ামত সম্পর্কে চিন্তা-গবেষণা করা।

৫. আল্লাহর পরিচয়, তাঁর সুন্দর নামসমূহ ও মহান গুণাবলী সম্পর্কে জানা।

৬. নিজের পছন্দের উপর আল্লাহ ও তাঁর রসূল (স.) এঁর পছন্দকে প্রাধান্য দেয়া। 

৭. সকল প্রকার গোনাহের কাজ থেকে দূরে থাকা।

৮. ফরজ ইবাদাতের পাশাপাশি সাধ্যমত নফল ইবাদাত করা।

৯. ঈমান বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দুয়া করা। 

১০. দ্বীনী মজলিসে বসা এবং নেককার ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখা।


হে আল্লাহ !  আমাদের সবার ঈমানকে আরও বৃদ্ধি করে দিন, যার মাধ্যমে আমরা আপনার নৈকট্য অর্জন করে প্রতিক্ষিত জান্নাত লাভে ধন্য হই।    আমীন !

Comments