আপনার অন্তর কঠিন হয়ে যায়নি তো❓

আপনার অন্তর শক্ত হয়ে যায়নি তো? অন্তর কঠিন হওয়ার কারণ। পাপ, গোনাহ

⚠️
যদি এসব লক্ষণ গুলো আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন আপনার অন্তর কঠিন হয়ে গেছে —

(১) ইবাদাতে আগ্রহ নেই, ইবাদাতের প্রকৃত স্বাদ পাচ্ছেন না।

(২) প্রত্যেক কাজে প্রিয়নবীর সুন্নাত মানা কঠিন মনে হচ্ছে।

(৩) কুরআনের আয়াত শুনেও অন্তরে কোন প্রভাব পড়ছে না। আল্লাহর কথা শোনার সময় মনে আশা ও ভয় সৃষ্টি হচ্ছে না।

(৪) হারাম বস্তু ও কাজের প্রতি ঘৃণা নেই; আর হারাম থেকে দূরে থাকা কঠিন মনে হচ্ছে

(৫) তাওবা করতে অনীহা দেখা যাচ্ছে, নিজের কাছে নিজেকেই ধোকা দেওয়ার প্রবণতা বেড়ে গেছে।

উল্লিখিত এই গুলো হচ্ছে দুর্বল ঈমান ও অন্তর কঠিন হয়ে যাওয়ার লক্ষণ। আপনার মধ্যে যদি থাকে তাহলে এক্ষুনি দয়াময় আল্লাহর কাছে তাওবা করে নিন।


✅ এবার চলুন জেনে নিই অন্তর নরম করার কিছু আমল — 

১. মনোযোগ সহকারে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত শোনা, সুন্দরভাবে ধীরে ধীরে নিজে তিলাওয়াত করা এবং কুরআন বুঝে পড়তে সচেষ্ট হওয়া।

২. নবী-রসূল, সাহাবীদের কাহিনী পড়া।

৩. ইলম অর্জন করা এবং সাধ্যমতো মানুষকে নেক কাজের দিকে উৎসাহ দেয়া ও গোনাহের কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করা।

৪. মৃত্যু এবং তার পরের জীবন সম্পর্কে জানা এবং এ সম্পর্কে ঈমান মজবুত করা;

৫. সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, প্রত্যেক কাজ করার সময় মাসনুন দুয়া গুলো পড়া।

৬. নেককার, দ্বীনদার, আলেমদের সঙ্গে বেশি বেশি থাকা এবং হারাম ও গুনাহের কাজের অনুষ্ঠান ও ওসবের সাথে জড়িত লোকদের সঙ্গ ত্যাগ করা।

৭. অসুস্থ, দরিদ্র এবং বয়ষ্ক লোকদের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য-সহযোগিতা করা।

৮. হিংসা-বিদ্বেষ, অহংকার, গীবত সহ মন্দ চরিত্রিক গুণাবলী থেকে দূরে থাকা।

৯. পাপাচার, ফাসিক ও জাহিল লোকদের সমাবেশ যেমন- বাজার, টিভি, আড্ডা, চায়ের দোকান  ইত্যাদি ফেতনাপূর্ন বিষয় গুলো বর্জন করা।

১০. আল্লাহর কাছে দুয়া করা এবং সাহায্য চাওয়া।

১১. গায়ের মাহরামদের প্রতি দৃষ্টিপাত না করা

১২. পরিবার ও আত্মীয়দের সাথে ভালো আচরণ করা ও সুসম্পর্ক বজায় রাখা।

১৩. কাবীরাহ (বড়) গুনাহ ও শিরক-বিদআত থেকে দূরে থাকা।

১৪. তাক্বদীরকে মেনে নেয়া এবং সর্বদা আল্লাহর ফয়সালার উপর খুশি থাকা।

আল্লাহ আমাদের সবাইকে এগুলো মেনে চলার তাওফিক দান করুন।  আ-মীন!

Comments