গুনাহ ও নেক আমলের প্রথম পাওনা

গুনাহ ও নেক আমলের প্রথম পাওনা -

◾ গুনাহর কারণে পার্থিব ক্ষতি:

আল্লাহর অবাধ্যতা ও গুনাহে লিপ্ত ব্যক্তির —

♦রুজিতে বরকত হয় না।

♦ইবাদতে মন বসে না।

♦নেক লোকের সংসর্গ ভালো লাগে না। 

♦অনেক সময় কাজে নানা প্রকার বাধাবিঘ্ন এসে দাঁড়ায়।

♦অন্তর ময়লা হয়ে যায়।

♦মনের সাহস কমে যায়।

♦মনে স্ফুর্তি থাকে না। 

♦গুনাহর কাজের প্রতি ঘৃণার ভাব দূর হয়ে যায়।

♦ জ্ঞান বুদ্ধি ক্রমশঃ লোপ পেতে থাকে। 

♦লজ্জা-শরম কমে যায়।

♦আল্লাহ্ তায়ালার নেয়ামত হ্রাস পেতে থাকে। 

♦নানারূপ বিপদ-আপদ বালা মুসিবতে জড়িয়ে পড়ে। 

♦শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। সে শয়তানের হাতের পুতুলে পরিণত হয়।


নেক কাজে পার্থিব লাভ:

সর্বদা নেক কাজে মশগুল থাকা ব্যক্তির —

♦রিযিক বৃদ্ধি পায়।

♦সকল কাজে বরকত হয়ে থাকে। 

♦মনের অশান্তি ও কষ্ট দূর হয়।

♦মনের আশা সহজে পূরণ হয়।

♦মনে সুখ-শান্তি লাভ হয়।

♦সকল প্রকার বিপদ-আপদ দূর হয়। 

♦আল্লাহ্ তায়ালা মেহেরবান এবং সহায় হন।

♦মান মর্যাদা বৃদ্ধি হয়, নেক লোকেরা তাকে ভালবাসে। 

♦আল্লাহ্ তায়ালার নেয়ামত তার জন্য বৃদ্ধি পেতে থাকে।


 হে আল্লাহ !   নিজ রহমতে আমাদের যাবতীয় গোনাহর কাজ হতে হেফাজত করুন এবং আপনার সন্তুষ্টির পথে চলার তওফীক দান করুন।  (আ মীন)

Comments