সৎ নারীগণ সৎ পুরুষদের জন্য এবং সৎ পুরুষগণ সৎ নারীদের জন্য

সৎ নারীগণ সৎ পুরুষদের জন্য এবং সৎ পুরুষগণ সৎ নারীদের জন্য

সৎ পুরুষকে স্বামী হিসেবে পেতে হলে- নিজেকে সৎ নারী হিসেবে গড়ে তুলতে হবে। পক্ষান্তরে, সৎ নারীকে স্ত্রী হিসেবে পেতে হলে, নিজেকে সৎ পুরুষ হিসেবে গড়ে তুলতে হবে।

একদা একটি মেয়ে তার মাকে প্রশ্ন করল— মা! আমি কিভাবে একজন সৎ পুরুষকে খুঁজবো?

মা বলল- সৎ পুরুষকে খুঁজতে হবে না, নিজেকে সৎ নারী হিসেবে গড়ে তোলো। কারণ পবিত্র কুরআনেই আছে—

اَلۡخَبِیۡثٰتُ لِلۡخَبِیۡثِیۡنَ وَالۡخَبِیۡثُوۡنَ لِلۡخَبِیۡثٰتِ ۚ  وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیۡنَ وَالطَّیِّبُوۡنَ لِلطَّیِّبٰتِ ۚ  

“অপবিত্র নারীগণ অপবিত্র পুরুষদের উপযুক্ত এবং অপবিত্র পুরুষেরা অপবিত্র নারীদের উপযুক্ত। পক্ষান্তরে পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের উপযুক্ত এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের উপযুক্ত।...”  (কুরআন : সূরা নূর - ২৬)

আল্লাহ কারো সাথেই অবিচার করেন না।

Comments