মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :

মৃত্যুর পর পাপীরা আফসোস করে বলবে—

 😢 "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"      (সূরা নাবা, আয়াত : ৪০)

😢 "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"      (সূরা ফাজর, আয়াত : ২৪)

😢 "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"      (সূরা হাক্কা, আয়াত : ২৫)

😢 "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"      (সূরা ফুরকান, আয়াত : ২৮)

😢 "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রসূল (স.) এঁর আনুগত্য করতাম।"      (সূরা আহযাব, আয়াত : ৬৬)

😢 "হায়! আমি যদি রসূল (স.) এঁর পথ অবলম্বন করতাম।"      (সূরা ফুরকান, আয়াত : ২৭)

😢 "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"      (সূরা নিসা, আয়াত : ৭৩)

😢 "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"      (সূরা কাহফ, আয়াত : ৪২)

😢 "হায়! যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো,  তাহলেে আমরা আমাদের রব আল্লাহর অবাধ্য হতাম না বরং আমরা  ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।"            (সূরা আনআম, আয়াত : ২৭)

সেইদিন আফসোস করে কোন লাভ হবে না। সুতরাং সময় থাকতেই চলুন সুপথে ফিরে আসি। কারণ- “প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।”

আল্লাহ তায়ালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। (আ-মীন!)


দুয়াপ্রার্থী—সেখ সালাম আলী

Comments