হঠাৎ কোনো বিপদ থেকে হিফাজতের দুয়া

হঠাৎ কোনো বিপদ থেকে হিফাজতের দুয়া

হাদীস শরীফে এসেছে— 

নিচের এই দুয়াটি সকালে ৩ বার পড়লে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আর সন্ধ্যায় ৩ বার পড়লে পরদিন সকাল পর্যন্ত হঠাৎ কোনো বিপদে সে আক্রান্ত হবে না। দুয়াটি হলো 👇

بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বিসমিল্লা হিল্লাজী লা- ইয়া দুররু মাআসমিহী শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি, ওয়া হুয়াস সামীউল আলীম।

(তিরমিযী)

Comments