আপনাকে আমি সহজ ভাষায় বলার চেষ্টা করবো, আপনি কবরের আজাব (শাস্তি) নিয়ে প্রশ্ন তুলছেন, যদি কবরের আজাব (শাস্তি) নিয়ে উত্তর দেই তাহলে আরো অনেক প্রশ্ন চলে আসবে—
প্রশ্ন: যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকে যদি কবর না দেওয়া হয় তাহলে তাদের কবরের আজাব (শাস্তি) কিভাবে হবে?
প্রশ্ন: যারা আগুনে পুড়ে মারা যায় তাদেরকে কবর না দিলে কবরের আজাব কিভাবে হবে?
প্রশ্ন: যাদেরকে কোনো প্রানী যদি গিলে ফেলে তাদেরও কবর দেওয়া হয়না তাদের কবরের আজাব (শাস্তি) কিভাবে হবে।
👆 এমন হাজার হাজার প্রশ্ন চলে আসবে।
আসলে এই ধরনের প্রশ্নই ভুল। প্রশ্নটা হবে মৃত্যুর পরে কিভাবে আজাব (শাস্তি) দেওয়া হবে, দেহ তো পচে যায় গলে যায় আবার হিন্দুরা পুড়িয়ে ফেলে দেহ, দেহ মাটির সাথে মিশে যায়। আজাব হয় কার? আর কাকে শাস্তি দেওয়া হয়?
যখন আমরা মুসলিমরা মৃত্যু দেহকে মাটি দেই তখন এই দোয়াটি পড়ি —
“মিনহা খালাকনাকুম, ওয়া ফিহা নুঈদুকুম, ওয়ামিনহা নুখরিজুকুম তা রাতান উখরা।”
অর্থ: আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনব। পুনরায় তোমাদেরকে মাটি থেকে বের করব। (সুরা: ত্বহা ৫৫নং আয়াত)
মাটি থেকে আল্লাহ পুনরায় বের করবেন। কাকে বের করবেন? আপনাকে, আপনার দেহ গলে-পচে শেষ আপনাকে কিভাবে বের করবেন? আপনার এই দেহটি অঙ্গ-প্রতঙ্গ, হাত-পা, চোখ যা কিছু আছে এইগুলো দিয়ে অন্যায় পাপ করেছেন আপনি, আপনি আপনার হাত যেভাবে ব্যবহার করবেন সেভাবেই ব্যবহৃত হবে, নির্দেশটা কে দেয়? আপনি দেন। এই হাত দ্বারা আপনি চাইলে কাউকে থাপ্পড় মারতে পারেন আবার চাইলে কাউকে উপকার করতে পারেন। তাহলে আপনার হাতকে দেহকে কেন শাস্তি দেবেন আল্লাহ? ধরেন আপনার স্মার্টফোন ব্যবহার করে অনেক অপরাধ করলেন, প্রতারনা করলেন। দেশের আইন কাকে শাস্তি দেবে? আপনাকে নাকি আপনার স্মার্টফোনকে? যদিও আপনার ডিভাইস ব্যবহার করেই এই অপকর্মগুলো করছেন। কিন্ত দোষ করেছেন আপনি।
ঠিক তেমনি এই দেহটা আপনি কেউ না। এই দেহটা আপনার ব্যবহারের একটা যন্ত্র। চলতে গেলে পা লাগে, কাজের জন্য হাত লাগে, তাই দান করা হয়েছে। আপনি হলেন সেই রূহ(আত্মা), যেটা দেহ থেকে বের হয়ে গেলে এই দেহ অকেজো হয়ে পড়বে। তাই শাস্তিটা আপনার সেই আত্মার হবে। সেটা ভিন্ন একটা জগৎ। যাকে আমরা আখিরাত বা পরকাল বলি।
যেমন আপনার ফেসবুক একাউন্ট, আপনি যতোই ফোন ডিভাইস পাল্টান আগুনে পুড়িয়ে ফেলেন টুকরো টুকরো করে ফেলেন আপনি চাইলে কি আবার ভিন্ন একটা ফোনে ঐ সেইম আইডি login করতে পারবেন না? ইউজ করতে পারবেন না? তাতে আপনার ফেসবুক আইডির কি কিছু হবে? ফোন পুড়িয়ে ফেললে আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার, স্ট্যাটাস এগুলো কি পুড়ে যাবে? সামান্য কোনো ক্ষতি হবে? হবে না।
তাহলে কিভাবে ভাবছেন? যে আল্লাহ এই জীবন দান করেছেন, দেহ নষ্ট পুড়িয়ে বা অন্য কোনো ভাবে নষ্ট করে ফেলার পর আজাব দিতে পারবেন না?
সেই আল্লাহ মৃত্যুর পরে দেহকে পুনরায় ফেরত আনতে পারবেন না? মহান আল্লাহ অবশ্যই পারবেন।
Comments
Post a Comment