হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.) এঁর বানী
তিনটি কাজ ধ্বংসের কারন:
আল্লাহ পাক কোনো বান্দাকে যখন ধ্বংস করতে চান,তখন তাকে তিনটি কাজে লিপ্ত করে দেন—
১/আল্লাহ পাক তাকে ইলম দান করেন কিন্তু আমল করার তাওফীক ছিনিয়ে নেন।
২/তাকে নেককারদের সোহবত লাভের সুযোগ দেন কিন্তু তাদেরকে সম্মান করার আগ্ৰহ তার অন্তর থেকে উঠিয়ে নেন।
৩/তাকে নেককাজ করার সুযোগ দেয়া হয় কিন্তু ইখলাস থেকে বঞ্চিত করা হয়ে থাকে। এটা তার নিয়তের অশুদ্ধতা এবং অন্তরের নোংরামির কারনেই হয়ে থাকে।
Comments
Post a Comment