একদিন এক ব্যক্তি একটি লেখা পড়ছিল। হঠাৎ সে ব্যক্তি বলে উঠল— ‘সুবহা-নাল্লাহ' (سُبْحَانَ الله)
তারপর সে লেখার নিচের দিকে পড়তে পড়তে বলে উঠল— ‘আলহামদু লিল্লাহ।’ (اَلْحَمْدُ لِلّهِ)
সে আবার পড়তে শুরু করল এবং বলে উঠল—
‘লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)'
(لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ)
‘লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)'
(لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ)
লেখাটি পড়ে তার খুব ভালো লাগল এবং বলল—
‘আল্লাহু আকবার।’ (اَللهُ اَكْبَرُ)
তারপর সে তার নিজের গোনাহগুলোর কথা স্মরণ করে বলল— ‘আসতাগফিরুল্লাহ।’ (أَسْتَغْفِرُ اللهَ )
এবং লেখাটি পড়া শেষে ঐ লোকটি প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর দরুদ পড়ল—
‘আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়ালা আ লি মুহাম্মাদ’
‘আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়ালা আ লি মুহাম্মাদ’
(اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ)
উপরোক্ত কাজগুলো করে ঐ ব্যাক্তি অনেক সাওয়াব অর্জন করল। আপনি কি জানেন, সেই ব্যক্তিটা কে?
আরে আপনি নিজেই হলেন সেই ব্যক্তি। আপনিই তো এতক্ষন উপরের লেখাটি পড়ছিলেন...।
Comments
Post a Comment